top of page

জেলায় শুরু হল টেলি মেডিসিন, ফোন করলে পরামর্শ ডাক্তারদের

মেডিকেল কলেজের উদ্যোগে মালদা জেলায় ২৪ ঘণ্টা টেলি মেডিসিন পরিসেবা শুরু করা হয়েছে। অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, প্রতিদিন মেডিকেল কলেজে প্রায় ১৪০০ ব্যক্তির লালারস পরীক্ষা করা হচ্ছে। এই কোভিড টেস্টে প্রতিদিন গড়ে প্রায় ৪০ শতাংশের রিপোর্ট পজিটিভ আসছে।


Telemedicine-started-in-the-district
টেলি মেডিসিন পরিসেবায় থাকছেন মেডিকেল কলেজের ১০ বিশেষজ্ঞ ডাক্তার

এই জেলার কোভিড আক্রান্তদের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে মালদা মেডিকেল কলেজের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে একটি টেলি মেডিসিন ইউনিট গড়ে তোলা হয়েছে। এই ডাক্তারদের ফোন করে সাধারণ মানুষ এখানে নিজেদের শারীরিক সমস্যা বলতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন। অনেক ক্ষেত্রেই রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে এই টেলি মেডিসিন পরিসেবায় বাড়িতে বসে রোগীরা চিকিৎসকদের পরামর্শ পাবেন। তবে করোনা পরিস্থিতিতে এই পরিসেবা সঠিকভাবে ব্যবহারের আবেদন রেখেছেন অধ্যক্ষ।


চিকিৎসকদের নাম ও ফোন নম্বর

  • ডা. বিক্রম কুমার সাহা (জেনারেল মেডিসিন) - ৯৪৩৩২ ৩০৮৮৮

  • ডা. অভিজিৎ সাহা (জেনারেল মেডিসিন) - ৯৮৮৩০ ২৬৮৮৪

  • ডা. পীযুষ কান্তি মণ্ডল (জেনারেল মেডিসিন) - ৯৪৩৩১ ১৬৯৬৮

  • ডা. আবদুল্লা মহঃ হান্নান (জেনারেল মেডিসিন) - ৯৪৭৪১ ৭৪৭১৭

  • ডা. শাশ্বত ঘোষ (শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয়) - ৮৩৩৫৮ ৮৬৫৯০

  • ডা. অনিমেষ মণ্ডল (শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয়) - ৯৭৪৮৯ ২২৯৯৭

  • ডা. নাইমূল হক (শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয়) - ৯৬১৪৫ ৭১৬৭৭

  • ডা. অজয় আগরওয়ালা (শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয়)- ৯৪৭৫৩ ৭৭৭০৭

  • ডা. দীপঙ্কর কাজী (মনোরোগ বিশেষজ্ঞ) - ৯৮৩১২ ৬৪৪৮৫

  • ডা. ভাস্কর মুখার্জি (মনোরোগ বিশেষজ্ঞ) - ৯৮৩০৩ ৪০৯৯৭



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page