যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত অমৃতি, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস
- আমাদের মালদা ডিজিট্যাল
- 2 days ago
- 2 min read
এলাকায় বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছিল। পুলিশকে জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রাম পাহারায় নেমেছিলেন এলাকার যুবকরা। রাতে পাহার দিতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত হয়েছে আরও দুই যুবক। ঘচনার খবর চাউর হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ইংরেজবাজারের আমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দরপুর গ্রামের বাসিন্দারা। সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। পুলিশ অবরোধ তুলতে গেলে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ।
মৃত যুবকের নাম শিবু মণ্ডল ওরফে নিমাই (২৭)৷ গুরুতর আহত হয়ে মালদা মেডিকেলে চিকিৎসাধীন আকাশ গুপ্ত ও সূর্য মণ্ডল। শিবুর মামা উত্তম মণ্ডল জানান, কিছুদিন ধরে ৫-৬টি গ্রামে দুষ্কৃতীরা অত্যাচার চালাচ্ছিল৷ শুধু চুরি-ছিনতাই নয়, রাতে ওরা অনেক বাড়িতে ঢুকে মারধর করছে৷ এদের হাত থেকে বাঁচতে আমার ভাগ্নে শিবু সহ এক দল যুবক গ্রাম পাহারা দিচ্ছিল৷ রাত দেড়টা নাগাদ দুষ্কতীর দল তাদের উপর হামলা চালায়৷ শিবুকে ওরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷ খবর পেয়ে তড়িঘড়ি আহতদের মালদা মেডিকেলে নিয়ে আসা হয়৷ কিন্তু শিবুকে বাঁচানো যায়নি।

সিকান্দরপুরের বাসিন্দা পাপাই ঘোষ জানান, মাস দেড়েক ধরে আমাদের এলাকায় উৎপাত চলছে। যত না ওরা চুরি করে তার থেকে বেশি মানুষের উপর অত্যাচার চালায়৷ মেয়েদের, এমনকি বয়স্ক মহিলাদেরও ওরা রেহাই দেয় না৷ এদের প্রতিহত করতে এই এলাকার প্রতিটি গ্রামেই রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে৷ গতকাল আমাদের গ্রামের কয়েকজন ছেলে পাহারা দিচ্ছিল৷ মাঝরাতে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷ ওদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। এই সমস্ত ঘটনা বারবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিলে ওই যুবকের প্রাণ যেত না। প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করেছে।
জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে চোর সন্দেহে দুই যুবকের পেছনে এলাকার কয়েকজন ধাওয়া করেছিল। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে অমৃতি হাইওয়ে অবরোধ করা হয়। অবরোধ অতিক্রম করতে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েন কিছু সাধারণ মানুষ। পুলিশ ওই মানুষগুলোকে উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে শুরু করে। পুলিশ ধাওয়া করে, জনতাকে ছত্রভঙ্গ করে অবরোধ তুলে দেয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments