top of page

বজ্রপাতে মৃত ১১ জনের পরিবারকে সরকারি সাহায্য প্রশাসনের

গতকালকের দুর্যোগে প্রাণ হারিয়েছেন মালদা জেলার ১১ জন বাসিন্দা। রাতেই বিশেষ অনুমতি নিয়ে সাতটি মৃতদেহ ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে ফের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গতকাল থেকে দফায় দফায় মেডিকেলে ছুটে গিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। দলীয় নেতৃত্বদের দুর্গত পরিবারগুলির পাশে থাকার নির্দেশিকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গতকাল বিকেলের বজ্রপাতে ইংরেজবাজারের পঙ্কজ মণ্ডল (২৪) ও সাইতারা বিবি (৩৯), পুরাতন মালদার চন্দন সাহানি (৪০), সমর মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১), গাজোলের একাদশ শ্রেণির পড়ুয়া অসিত সাহা (১৯), মানিকচকের অতুল মণ্ডল, শেখ সাবরুল, রতুয়ার সুমিত্রা মণ্ডল এবং হরিশ্চন্দ্রপুরের নয়ন রায় ও প্রিয়াংকা রায়ের মৃত্যু হয়েছে।



জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, বিশেষ অনুমতি নিয়ে গতকাল রাত থেকেই মৃতদেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল রাতে সাতটি দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি দেহগুলি আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হল। নির্বাচনি আচরণ বিধি লাগু থাকলেও দুর্যোগের ক্ষেত্রে সরকারি অনুদান দেওয়া যায়। সেদিক বিবেচনা করেই আমরা ওই পরিবারগুলির হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিচ্ছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page