top of page

প্রথম করোনা পজিটিভ রোগীর সন্ধান মালদায়, তোলপাড় জেলা

এবার করোনাভাইরাসের আক্রান্তের সন্ধান মিলল মালদা জেলাতেও৷ আক্রান্ত ওই ব্যক্তিকে শিলিগুড়ির করোনা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে মেডিকেল সূত্রে খবর৷ যদিও এবিষয়ে জেলাপ্রশাসনের কোনও মন্তব্য পাওয়া যায়নি৷


The first corona positive patient was found in malda
সংক্রমিত ব্যক্তিকে শিলিগুড়ির করোনা হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করা হয়েছে বলে মেডিকেল সূত্রে খবর

সূত্র মারফত জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি মানিকচকের চৌকি মিরদাদপুরের নতুনটোলা এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি উত্তর ২৪ পরগণার বারাসাতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। গত ২৩ এপ্রিল ওই ব্যক্তি তিনজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন। এরপর কোয়ারেন্টাইন সেন্টারে যান তাঁরা। করোনাভাইরাসের পরীক্ষার জন্য কোয়ারেন্টাইন সেন্টার থেকে তাঁদের লালারস সংগ্রহ করা হয়। র‍্যাপিড টেস্টে তিনজনের নমুনায় করোনাভাইরাসের হদিশ না মিললেও ওই ব্যক্তির লালারসের নমুনায় করোনার সন্ধান মিলেছে বলে মেডিকেল সূত্রে খবর। আজ সকালেই করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিকে শিলিগুড়ির করোনা হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করা হয়েছে বলেও মেডিকেল সূত্রে খবর৷


জানা গিয়েছে, মালদায় প্রথমদিন ৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাঁদের মধ্যে মানিকচকের ওই ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ কেস ধরা পড়ে৷ আজ আরও ১৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে৷

এদিকে, মালদায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান নিয়ে জেলা প্রশাসনের কোনও মন্তব্য পাওয়া যায়নি। জেলাপ্রশাসন সাফ জানিয়েছে, করোনা সম্পর্কিত সমস্ত তথ্য নবান্ন থেকে দেওয়া হবে। এতদিন গ্রিন জোনের অন্তর্গত জেলাগুলির মধ্যে অন্যতম ছিল মালদা। সম্প্রতি মালদা মেডিকেল কলেজে করোনাভাইরাসের টেস্ট শুরু হয়েছে। দিনে ৯০টি টেস্ট করা যায় এই ল্যাবরেটরিতে।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page