top of page

৮১ নম্বর জাতীয় সড়কের উপর মহানন্দার জল

এই মুহূর্তে গাজোল ২ গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া সংলগ্ন রশিদপুরে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে মহানন্দার জল বইছে৷ চাঁচল ২ ব্লকের মাগুরা বাঁধ ভেঙে যাওয়ায় সেই এলাকায় মহানন্দার জলস্ফীতি অনেকটা বেড়ে গিয়েছে৷


রশিদপুরের বাসিন্দা অভিজিৎ সান্যাল এদিন জানান, তাঁদের এলাকায় ৩ দিন ধরে জল ঢুকেছে৷ কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের কোনও লোকজন এলাকায় আসেনি৷ ত্রিপল বা ত্রাণ দূরের কথা, জলবন্দি মানুষকে উদ্ধারের জন্য এখনও নৌকোর দেখা মেলেনি৷ এলাকার বন্যা দুর্গত মানুষ প্রচণ্ড কষ্টে রয়েছেন৷ গবাদি পশুদের জলের মধ্যেই রাখতে হচ্ছে৷ কোথাও থেকে কোনও সাহায্য পাচ্ছেন না তাঁরা৷ তার উপর রাস্তার উপর দিয়ে জল বইতে থাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ৷ এই অবস্থায় কী করবেন, ভাবতে পারছেন না তাঁরা৷ এদিকে ওই এলাকারই বাসিন্দা তাপস সরকার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন৷ তাঁর ৮০ বছরের বৃদ্ধ বাবা কমল সরকার নাকি জলে ডুবে গিয়েছে বলে খবর পেয়েছেন৷ কাঁদতে কাঁদতেই তিনি বলেন, প্রাণ বাঁচাতে সব ছেড়ে কোনও রকমে জাতীয় সড়কে চলে আসেন৷ বাড়ি থেকে কিছুই বের করে আনতে পারেননি৷ সব কিছু জলে ডুবে গিয়েছে৷ খানিক আগেই খবর পেয়েছেন, তাঁর বাবাও নাকি জলে ডুবে গিয়েছেন৷ যেখানে তাঁর বাড়ি, সেখানে এখন প্রবল স্রোত৷ যেতে পারছেন না৷ দুর্ভাবনায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তাঁর৷

মালদা জেলার বন্যার একটি চিত্র,


রশিদপুরে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে মহানন্দার জল বইছে

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page