৮১ নম্বর জাতীয় সড়কের উপর মহানন্দার জল
এই মুহূর্তে গাজোল ২ গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া সংলগ্ন রশিদপুরে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে মহানন্দার জল বইছে৷ চাঁচল ২ ব্লকের মাগুরা বাঁধ ভেঙে যাওয়ায় সেই এলাকায় মহানন্দার জলস্ফীতি অনেকটা বেড়ে গিয়েছে৷
রশিদপুরের বাসিন্দা অভিজিৎ সান্যাল এদিন জানান, তাঁদের এলাকায় ৩ দিন ধরে জল ঢুকেছে৷ কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের কোনও লোকজন এলাকায় আসেনি৷ ত্রিপল বা ত্রাণ দূরের কথা, জলবন্দি মানুষকে উদ্ধারের জন্য এখনও নৌকোর দেখা মেলেনি৷ এলাকার বন্যা দুর্গত মানুষ প্রচণ্ড কষ্টে রয়েছেন৷ গবাদি পশুদের জলের মধ্যেই রাখতে হচ্ছে৷ কোথাও থেকে কোনও সাহায্য পাচ্ছেন না তাঁরা৷ তার উপর রাস্তার উপর দিয়ে জল বইতে থাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ৷ এই অবস্থায় কী করবেন, ভাবতে পারছেন না তাঁরা৷ এদিকে ওই এলাকারই বাসিন্দা তাপস সরকার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন৷ তাঁর ৮০ বছরের বৃদ্ধ বাবা কমল সরকার নাকি জলে ডুবে গিয়েছে বলে খবর পেয়েছেন৷ কাঁদতে কাঁদতেই তিনি বলেন, প্রাণ বাঁচাতে সব ছেড়ে কোনও রকমে জাতীয় সড়কে চলে আসেন৷ বাড়ি থেকে কিছুই বের করে আনতে পারেননি৷ সব কিছু জলে ডুবে গিয়েছে৷ খানিক আগেই খবর পেয়েছেন, তাঁর বাবাও নাকি জলে ডুবে গিয়েছেন৷ যেখানে তাঁর বাড়ি, সেখানে এখন প্রবল স্রোত৷ যেতে পারছেন না৷ দুর্ভাবনায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তাঁর৷
মালদা জেলার বন্যার একটি চিত্র,
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments