top of page

বিনামূল্যে বাজার কালিয়াচকে, উদ্বোধনে বিধি না মেনে ভিড়

Updated: Aug 11, 2020

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু খোদ রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধেই সামাজিক দূরত্ব না মেনে চলার অভিযোগ উঠেছে। দলীয় প্রতিনিধির আচরণে প্রশ্ন তুলেছেন শাসকদলের নেতারাও।


The panchayat superintendant forgot the social distance

কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল ইসলাম বিনামূল্যে বাজারের উদ্বোধন করেন। অভিযোগ, সেই বাজারে সামাজিক দূরত্ব না মেনেই তিনি ভিড় জমিয়ে উদ্বোধনের ফিতে কাটতে ব্যস্ত ছিলেন। একজন জনপ্রতিনিধির এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শাসকদলের নেতৃত্বও।


এবিষয়ে রাজ্যসভার সাংসদ তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নেবেন। যদি তাঁদের দলের কর্মী এই ধরণের ঘটনা ঘটিয়ে থাকেন, তবে তিনি তাঁর সঙ্গে পরবর্তীতে সতর্ক থাকার বিষয়ে কথা বলবেন।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page