top of page

রক্তদান করে প্রৌঢ়ার জীবন বাঁচালেন পুলিশকর্মী

পাকুয়াহাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। তবে এবার অন্য ছবিতে দেখা গেল জেলা পুলিশকে। রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মী। পুলিশকে এভাবে পাশে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের লোকজন।


মেডিকেল সূত্রে জানা গিয়েছে, মানিকচকের লক্ষ্মীপুরের বাসিন্দা লক্ষ্মীরানী সিংহ (৬৩) শারীরিক অসুস্থতার কারণে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি হন। চিকিৎসকরা পরীক্ষা করে জানান লক্ষ্মীদেবীর হিমোগ্লোবিন কমে গিয়েছে। দুই ইউনিট রক্ত প্রয়োজন। লক্ষ্মীদেবীর ছেলে উজ্জ্বল সিংহ মেডিকেল কলেজে রক্তের জন্য ছোটাছুটি করতে থাকেন। অবশেষে রক্তের জন্য এগিয়ে আসেন ইংরেজবাজার থানার এএসআই সুজিতকুমার চৌধুরি।



উজ্জ্বলবাবু জানান,

মায়ের জন্য প্রয়োজনীয় রক্তের যোগান দিতে সকাল থেকেই তিনি বহুবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরাফেরা করছিলেন। কিছুতেই তিনি রক্ত জোগাড় করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে ওই পুলিশকর্মী মেডিকেলে এসে রক্তদান করেন। পুলিশ এইভাবে আমার পাশে এসে দাঁড়াবে এবং আমার মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে তা কোনদিনও ভাবতে পারিনি। জেলা পুলিশকে ধন্যবাদ একজন সাধারণ মানুষের পাশে এভাবে দাঁড়ানোর জন্য।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page