Search
মেডিকেল কলেজের আউটডোরে ফের চুরি, ক্ষোভ রোগীদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 25, 2022
- 1 min read
মালদা মেডিকেল কলেজের আউটডোরে ফের চুরির অভিযোগ। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে মোবাইল ও নগদ দেড় হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা।
জানা গিয়েছে, আজ সকালে পুখুরিয়া থানার পীরগঞ্জের বাসিন্দা রেহানা বিবি বুকের সমস্যা নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। তিনি আউটডোরে লাইনে দাঁড়ান। অভিযোগ, সেই সময় কেউ তাঁর ব্যাগ কেটে ১ হাজার ৫০০ টাকা এবং একটি ফোন নিয়ে নেয়। বিষয়টি নজরে আসতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে মেডিকেলের পুলিশ ক্যাম্পে মৌখিক অভিযোগ জানান তিনি। এই ঘটনায় মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা।
[ আরও খবরঃ রেশম শিল্পকে জিআই ট্যাগের আওতায় আনতে আবেদন প্রশাসনের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments