লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট, চাঞ্চল্য ইংরেজবাজারে
ক্রেতা সেজে সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতী। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে গৌড়রোড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রীনা রায় নামে এক মহিলা গৌড় রোড় মোড়ে একটি সোনার দোকান চালান। তাঁর অভিযোগ, স্বামী দু’বছর আগে গত হয়েছেন। ছেলে পড়াশোনা করছে। সামান্য কিছু পুঁজি নিয়ে দোকান শুরু করেছিলাম। গতকাল বিকেলে হিন্দিভাষী একজন ক্রেতা এসে জানায়, তার মেয়ের বিয়ের জন্য গয়না দেখাতে। ছেলের জন্য গলার চেন, আংটি সহ তিন জোড়া কানের দেখায়। সেসব দেখার পর ওই ব্যক্তি সেই গয়নাগুলো রেখে মেয়ের গলার হার দেখতে চায়। আলমারি থেকে সেই হার বের করতে যেতেই ওই ব্যক্তি গয়নাগুলো নিয়ে দোকান থেকে উধাও হয়ে যায়। প্রায় সাড়ে চার লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়েছে ওই ব্যক্তি। থানায় ফোন করে সমস্ত ঘটনা জানাই। পুলিশ দোকানে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments