top of page

গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরির ঘটনায় ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ।


গতকাল রাতে শিয়ালদা স্টেশন থেকে গৌড় এক্সপ্রেসে করে মালদা আসছিলেন সৌমেন্দ্রনারায়ণ ঘোষ। এসি টু টায়ারের এ৩ কোচে সিট ছিল তাঁর। রাতে খাওয়ার পর সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়েন তিনি। ভোর পৌনে চারটে নাগাদ তাঁর ঘুম ভাঙে। দেখেন তাঁর সঙ্গে থাকা পিঠের ব্যাগ উধাও। তলে সিটের তলায় চেইন দিয়ে বাঁধা থাকায় ট্রলি ব্যাগটি রয়েছে। তড়িঘড়ি তিনি ট্রেনের টিটিকে ডেকে বিষয়টি জানান। খবর পেয়ে ছুটে আসে জিআরপিও।



সৌমেন্দ্রবাবু জানান, ব্যাগে নগদ প্রায় ৬৯ হাজার টাকা, কিছু বিদেশী টাকা, বেশ কিছু নথিপত্র, তিনটি মোবাইল, একটি ট্যাব ছিল। দীর্ঘদিন ধরে গৌড় এক্সপ্রেসে যাত্রা করছি। কিন্তু কখনও এরকম ঘটনা ঘটেনি। এসি কামরা থেকে চুরি হওয়া মানে যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। আজ সকালে ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page