সোনার দোকানে লুঠ, সিসি টিভি নিয়ে পালাল চোর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 17, 2022
- 1 min read
ছাদের তালা ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে। পুলিশের হাত থেকে বাঁচতে সিসি ক্যামেরার মেশিনও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের মথুরাপুর এলাকায়। অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মথুরাপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী শ্যামল স্বর্ণকার। তাঁর বাড়িতেই রয়েছে সোনার দোকান। গতকাল রাতে দোকান বন্ধ করে সকলেই বাড়িতে ঘুমচ্ছিলেন। অভিযোগ, সেই সময় চোরের দল ছাদ দিয়ে তালা ভেঙে বাড়িতে ঢোকে। বাড়ির সমস্ত দরজা বাইরে থেকে বন্ধ করে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আজ সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন পুরো দোকান লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। দোকান থেকে উধাও প্রায় ছয় ভরি সোনার অলঙ্কার ও ছয় কেজি রূপোর অলঙ্কার। পুলিশের হাত থেকে বাঁচতে সিসি ক্যামেরার মেশিন পর্যন্ত নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন মানিকচক থানার পুলিশকর্মীরা।
[ আরও খবরঃ বেহাল দশা রাস্তার, কেন্দ্রীয় সরকারকে দুষছে জেলাপরিষদ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments