top of page

ফাঁকা বাড়ির সুযোগে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মানিকচকে

ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মানিকচকের মথুরাপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মথুরাপুরের সোনিয়া মোড় এলাকার বাসিন্দা শ্রীমন্ত মণ্ডল। কর্মসূত্রে তিনি বাইরে রয়েছেন। বাড়িতে স্ত্রী-সন্তান থাকলেও সোমবার তাঁরা আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, বাড়ির মূল দরজার তালা ভাঙা। ভেতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশ। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরিবারের দাবি, প্রায় ছয় ভরি সোনার অলংকার, ১৩ ভরি রুপোর অলংকার, নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।


Theft-on-empty-house-manikchak
ফাঁকা বাড়ির সুযোগে চুরি

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ওই এলাকার বাসিন্দারা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page