হয়নি আধার লিংক, রেশন না পেয়ে সমস্যায় কয়েক হাজার মানুষ
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক না হওয়ায় মিলছে না রেশনের সামগ্রী। একাধিক সরকারি দফতর এমনকি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল-আপ করেও কোনও কাজ হয়নি। শেষমেশ বিডিও অফিসে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক হচ্ছে এই খবর পেয়ে বিডিও অফিসে ভিড় জমান কয়েক হাজার মানুষ। কিন্তু সকাল ১১টার পরেও দফতরের কর্মীদের দেখা যায়নি বলে অভিযোগ। বিডিও উপভোক্তাদের গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
চণ্ডীপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, রেশন ডিলাররা জানাচ্ছে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনও রেশন সামগ্রী দেওয়া হবে না। রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগের জন্য ৪-৫ বার ফর্ম ফিল-আপ করা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পেও ৩-৪ বার সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। খবর আসে, ব্লক অফিসে এই কাজ হচ্ছে। তাই গ্রামের সকলেই সকালে ব্লক অফিসে ছুটে আসে। কিন্তু ১১টার পরেও দফতরের কর্মীদের দেখা মেলেনি। বিডিওকে বিষয়টি জানানো হলেও বিডিও কোনও উদ্যোগ নিচ্ছেন না।
[ আরও খবরঃ হবিবপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários