top of page

অধরা বিচার! সন্তানের জন্ম দিয়েছেন নির্যাতিতা যুবতি

গণধর্ষণের ঘটনার পর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নির্যাতিতা যুবতি। এখনও মেলেনি বিচার। এদিকে, অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতা যুবতির পরিবারকে খুনের হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে নির্যাতিতা যুবতির পরিবারের লোকজন দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের।


নির্যাতিতা যুবতির পরিবারের অভিযোগ, প্রায় সাড়ে তিন বছর আগে ওই যুবতিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী সাইদুর রহমান, তাহির আলি, তোরাব আলি। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। অভিযুক্তরা কিছুদিনের জন্য সংশোধনাগারে থাকার পরে জামিনে ছাড়া পায়। সংশোধনাগার থেকে বেড়িয়ে নির্যাতিতা যুবতি ও পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিতে থাকে অভিযুক্তরা। গত ২৫ জানুয়ারি ফের ওই যুবতির পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ নির্যাতিতা পরিবারের কোনোরকম সাহায্য করেনি বলে অভিযোগ ওই যুবতির পরিবারের। গত ২ ফেব্রুয়ারি অভিযুক্তরা নির্যাতিতা যুবতির পরিবারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে বলেও অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্যাতিতা যুবতির দুই ভাইকে গ্রেফতার করে। বাধ্য হয়ে নির্যাতিতা যুবতি পরিবারের লোকদের সঙ্গে নিয়ে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হন।



মালদা আদালতের আইনজীবী তথা গৌড়বঙ্গ হিউম্যান রাইটস্ অ্যাওয়ারনেস সেন্টারের সম্পাদক মৃত্যুঞ্জয় দাস জানান, নির্যাতিতা যুবতি ও তাঁর পরিবার কোনও বিচার পাচ্ছে না। অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে ওই যুবতি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page