চোরাই মোবাইল পাচারচক্রের হদিশ, ধৃত তিন
নাকা চেকিংয়ে ৫৩৭টি মোবাইল ফোন সহ আন্তঃরাজ্য চোরাই মোবাইল পাচারচক্রের তিন ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃতদের আগামীকাল জেলা আদালতে পেশ করা হবে।
মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান, আজ সকালে কালুয়াদিঘি মোড়ে নাকা চেকিং চলার সময় পুলিশকর্মীরা একটি গাড়ি আটক করে তল্লাশি চালান। গাড়ি থেকে উদ্ধার হয় ৫৩৭টি একই কোম্পানির ব্যবহৃত মোবাইল ফোন। উদ্ধার হওয়া মোবাইলগুলির নথিপত্র না দিতে পারায় গাড়ির চালক সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মোহম্মদ ইউনিস, মোহম্মদ ফিরোজ ও মোহম্মদ জাবেদ। সবাই বিহারের কাটিয়ার জেলার রওতারা থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা বিহার থেকে মোবাইল ফোনগুলি কালিয়াচকের সুজাপুরে নিয়ে যাচ্ছিল। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকাল তাদের জেলা আদালতে পেশ করা হবে৷
[ আরও খবরঃ সরানো হল মালদা সদর মহকুমাশাসককে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments