Search
কারবারি ধরে উদ্ধার চোরাই মোটরবাইক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 14, 2020
- 1 min read
চারটি চোরাই মোটরবাইক সহ তিন কারবারিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সুখপাড়া জাইনপুর এলাকায় হানা দিয়ে চারটি চোরাই মোটরবাইক সহ তিন কারবারিকে গ্রেফতার করল বৈষ্ণবগনর থানার পুলিশ। ধৃতদের নাম সেলিম শেখ, পলাশ সেখ এবং রহিম সেখ। ধৃতরা বৈষ্ণবনগর এলাকার সুখপাড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ ডাকাতির আগেই পুলিশের জালে সাত দুষ্কৃতী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments