লক্ষাধিক টাকার ব্রাউন শুগার সহ ধৃত তিন
ছয় লক্ষ টাকার ব্রাউন শুগার সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজোল থানার পুলিশের কাছে ব্রাউন শুগার পাচারের খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতে রাঙাভিটা এলাকায় জাতীয় সড়কের ওপর নাকা চেকিং শুরু করে পুলিশ। নাকা চেকিংয়ের সময় একটি মোটরবাইকের সিটের নিচ থেকে উদ্ধার হয় ৪০০ গ্রাম ব্রাউন শুগার। গ্রেফতার করা হয় মোটরবাইক চালক সহ দুই আরোহীকে। ধৃতদের নাম রাহুল শেখ (২৩), উজির মিঞা (২৬) ও আব্বাস শেখ (৩৫)৷ তিনজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়৷
ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন শুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments