পাইপ গান, তাজা কার্তুজ সহ ধৃত তিন
গোপন সূত্রে খবর পেয়ে দুটি পাইপ গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম মহম্মদ রব্বিল শেখ (৩৪), বাবুল শেখ (৪৮), মহম্মদ তাকিউল বিশ্বাস (৪২)। ধৃতরা কালিয়াচকের মোজমপুরের বাসিন্দা। জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তথ্যের ভিত্তিতে রব্বিল শেখের বাড়িতে হানা দিয়ে দুটি অত্যাধুনিক পাইপগান ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, তারা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মোজমপুরের এক ব্যক্তির থেকে নিয়েছিল। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের একজনের মোজমপুরের একটি খুনের ঘটনার সঙ্গেও যোগ রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments