২২ কেজি গাঁজা সহ ধৃত তিন
পাচারের আগেই ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা। সোমবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাধাপুকুর এলাকায় নাকা চেকিং চালানোর সময় একটি গাড়ি থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা চালক, খালাসি ও এক মহিলাকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের নাম দিপালী সাহা (৩২), রঞ্জন দাস (৪৮) ও উত্তমকুমার দাস (২৪)। দিপালীর বাড়ি নদীয়া জেলার হাঁসখালির কলেজ পাড়ায়। রঞ্জন ও উত্তম পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এবং পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকার বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের পুরোনো কোনও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments