top of page

বিপুল পরিমাণ ব্রাউন শুগার, নগদ টাকা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

কয়েক লক্ষ টাকার ব্রাউন শুগার, নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা, অত্যাধুনিক পাইপ গান ও তাজা কার্তুজ সহ তিন কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।


Three arrested with huge amount of brown sugar, cash, firearms

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর এলাকায় হানা দেয়। তল্লাশি চালিয়ে ৫০৯ গ্রাম ব্রাউন শুগার ও নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতার করা হয় শরিফুল শেখ (৫৪) ও রাজিকুল শেখ (৩১) নামে দুই ব্যক্তিকে। পরে ডিএসপি হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথের নেতৃত্বে চাতরা আলিপুর এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৫১ গ্রাম ব্রাউন শুগার, একটি অত্যাধুনিক পাইপ গান ও ৬ রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার করা হয় জামান বিশ্বাস (৩৩) নামে আরও এক ব্যক্তিকে।


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, দুটি আলাদা জায়গায় হানা দিয়ে মোট ৯৬০ গ্রাম ব্রাউন শুগার সহ নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা, একটি অত্যাধুনিক পাইপ গান ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে শরিকুল শেখ, রাজিকুল শেখ ও জামান বিশ্বাস নামে তিন ব্যক্তিকে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page