পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত তিন, গুরুতর আহত চালকও
প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গাড়ির চালক সহ আরও দুজন। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কাবুয়া রোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন ভোরেও স্থানীয় তুলসিহাটা গ্রামের পাঁচজন ৩১ নম্বর জাতীয় সড়কে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন৷ কাবুয়ারোড কালীমন্দির এলাকায় দ্রুত গতিতে আসতে থাকে একটি পিক আপ ভ্যান তাঁদের পেছন থেকে ধাক্কা মারে৷ দুর্ঘটনার পর পিক আপ ভ্যানটিও রাস্তার ধারে খালে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ সাহা (৪৯), ফেকনলাল রাম (৬০) ও সুরেশ খৈতানের (৬০)৷ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত দিলীপবাবুর স্ত্রী শ্রাবণী সাহা (৪০), শংকর কর্মকার (৪৩) এবং পিক আপ ভ্যানের চালক মহম্মদ হেলাল (৪০)৷
স্থানীয় বাসিন্দা অভিজিৎ গুপ্ত জানান, কয়েক বছর ধরে প্রতিদিনই প্রাতর্ভ্রমণে বেরিয়ে কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন এলাকায় ব্যায়াম করতেন এলাকার কয়েকজন৷ আজও তাঁর সেখানে ব্যায়াম করছিলেন। সেই সময় তুলসিহাটার দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে তাঁদের ধাক্কা মারে৷ এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গাড়ির চালকও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এখন জাতীয় সড়ক অনেক চওড়া হয়েছে৷ রাস্তার সাদা দাগ থেকে অন্তত ১০ ফুট দূরে তাঁরা ব্যায়াম করছিলেন৷ কিন্তু এলাকায় যেভাবে পিক আপ ভ্যান চলাচল করে, তাতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে৷ প্রশাসনের উচিৎ বিষয়টির দিকে নজর দেওয়া।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios