top of page

ধর্ষণকাণ্ডের তদন্তে ইংরেজবাজারের তিন পুলিশকর্তাকে তলব

ইংরেজবাজার থানার এলাকার ধর্ষণ কাণ্ডের দায়িত্ব পেয়েছেন দময়ন্তী সেন। দায়িত্ব পেয়েই তদন্তের অগ্রগতি জানতে ইংরেজবাজার থানার তদন্তকারী অফিসার, থানার আইসি ও এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার অফিসারকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত ২৭ মার্চ ইংরেজবাজার এলাকায় বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইংরেজবাজার, দেগঙ্গা, মাটিয়া এবং বাঁশদ্রোণী ধর্ষণকাণ্ডের তদন্তে পর্যবেক্ষক হিসেবে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার (2) দময়ন্তী সেনকে দায়িত্ব দেন। এরপরেই আজ ইংরেজবাজারে তিন পুলিশ কর্তাকে ডেকে পাঠানো হয়।



ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইনভেসটিগেশন অফিসার সোনালী সাহা রায়, থানার আইসি আশিস দাস ও ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ সকালেই কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেল চারটে থেকে তাঁদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page