ছিনতাইয়ের ঘটনায় ধৃত তিন পড়ুয়া, উদ্ধার মোবাইল ফোন
ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয় ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন সহ বেশ কিছু নথি। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, গত ৩০ জানুয়ারি ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায় এক যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ সাত হাজার টাকা, ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তিন ছিনতাইকারী। সেই ঘটনার তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আকাশ মণ্ডল, বিশাল মণ্ডল ও সায়ন সাহা। ধৃতদের বাড়ি মালদা থানার সাহাপুর ছাতিয়ানমোড় এলাকায়। ধৃতরা সকলেই পড়ুয়া। ধৃতরা এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। ধৃতদের হেপাজত থেকে ছিনতাই হওয়া বেশিরভাগ সামগ্রী উদ্ধার হয়েছে। তবে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments