বৈষ্ণবনগরে বজ্রাঘাতে মৃত্যু ব্যবসায়ীর
বজ্রাঘাতে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর। গতকাল ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের ভগবানপুর গ্রামপঞ্চায়েতের জরলাহী পাড়া এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম গজেন ঘোষ (৪৬)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল বিকেলে বাড়ি থেকে সামান্য দূরে গোরু চরাতে গিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে চলে বজ্রপাতও। বজ্রাঘাতে আহত হন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
[ আরও খবরঃ অস্ত্র কারবারের সঙ্গে কি জড়িয়ে পড়ছে মহিলারা? ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments