top of page

টাকার বিনিময়ে টিকিট বিলি, গণইস্তফা সংখ্যালঘু সেলের

পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের টিকিট বিলিতে স্বজনপোষণ ও টাকা নেওয়ার অভিযোগ তুলে গণহারে ইস্তফা দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সদস্যরা। নিজেদের ইস্তফা দেওয়ার বিষয়টি রাজ্য ও জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। দলের সৈনিকরা ইস্তফা দেয় না, স্বার্থসিদ্ধি না হলেই ইস্তফা-বিক্ষোভের প্রসঙ্গ আসে মন্তব্য জেলা তৃণমূল সভাপতির।


বুধবার সাংবাদিক বৈঠক করে সংগঠনের সভাপতি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রা শুধুই আইওয়াশ ছিল। রাত্রিবাস করে প্রতিটি বুথের কর্মীদের থেকে ভোট নেওয়াও ভাঁওতাবাজি ছিল। জেলায় পঞ্চায়েতের টিকিট বিলিতে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। হয়েছে স্বজনপোষণও। দলের জেলা সভাপতি, মন্ত্রী, বিধায়ক, চেয়ারম্যান সকলেই এর সঙ্গে জড়িত রয়েছে। যোগ্যপ্রার্থীদের চাকরি না দিয়ে চাকরি দেওয়া হয়েছে চাকরি চোরদের। এর প্রতিবাদে জেলার সমস্ত সংখ্যালঘু সেলের পদাধিকারীরা একত্রিত হয়ে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দল ছাড়ছি না। কর্মী হিসেবে দলের কাজ করব।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page