পঞ্চায়েতের আগে দল ছাড়লেন তৃণমূলি উপপ্রধান
পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দলত্যাগ করলেন চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী তৃণমূলি উপপ্রধান উৎপল তালুকদার। ঘাসফুল শিবির ছেড়ে উৎপলবাবু যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
চাঁচল গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে দায়িত্বে ছিলেন উপপ্রধান উৎপল তালুকদার। বৃহস্পতিবার রাতে চাঁচলের রাজীব মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। উৎপলবাবু বলেন, কাজ করতে পারছিলাম না। আমাকে প্রধান-পঞ্চায়েত কোনোভাবেই কাজ করতে দিচ্ছিল না। চাঁচল পুরসভা নিয়ে দীর্ঘদিন ধরে চাঁচলবাসীকে ঠকানো হয়েছে। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছি।
পঞ্চায়েত নির্বাচনের আগে উপপ্রধানের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ শাসকশিবির। চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলি বলেন, উপপ্রধান সুবিধাভোগী। শাসকদলে থেকে সুবিধা ভোগ করে, এখন বিজেপিতে যোগদান করলেন। এধরণের সুবিধাভোগীদের চলে যাওয়ার দলের কোনো ক্ষতি হবে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント