top of page

তৃণমূলের দখলে তিন পঞ্চায়েত সমিতি, দাবি কো-অর্ডিনেটরের

তৃতীয় বারের জন্য সরকার গঠন করার পরেই জেলার দুই পঞ্চায়েত সমিতির দখলের দাবি তৃণমূলের। যদিও দুটি পঞ্চায়েত সমিতিতে এখনও অনাস্থা প্রস্তাব ডাকা হয়নি।


TMC-occupied-3-panchayat-claimed-co-ordinator

গতকাল রাতে পুরাতন মালদায় দুটি পঞ্চায়েত সমিতির পাঁচ সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা। তাঁর দাবি, বামনগোলা পঞ্চায়েত সমিতির চার বিজেপি সদস্য এবং চাঁদপুর গ্রামপঞ্চায়েতের এক সদস্য গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।



উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা পঞ্চায়েত সমিতিতে বিজেপি ১০টি ও তৃণমূল ৮টি আসন দখল করে৷ গতকাল রাতে আরও চার পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। তাঁরা প্রত্যেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ৷ ঘটনাপ্রসঙ্গে হেমন্তবাবু বলেন, বামনগোলা পঞ্চায়েত সমিতির চার কর্মাধ্যক্ষ আমাদের দলে যোগ দিয়েছেন৷ ওই পঞ্চায়েত সমিতির অধীনে থাকা চাঁদপুর গ্রামপঞ্চায়েতের এক বিজেপি সদস্যও তৃণমূলে যোগ দিয়েছেন৷ দুটি পঞ্চায়েতে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি। শীঘ্রই আমরা অনাস্থা প্রস্তাব আনব।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page