তৃণমূলের বিক্ষোভে ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’ স্লোগান
আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তৃণমূলের ধর্না কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসির স্লোগান। সেই স্লোগানে গলা মেলালেন মন্ত্রী থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ সকলেই। ইতিমধ্যে এমনই একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ক্লিপ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
গত রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে আরজিকর মেডিকেলের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কর্মসূচি পালন করেছে তৃণমূল। হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়েও তৃণমূলের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী তজমুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, দুই সাংগঠনিক ব্লকের দলীয় সভাপতি সহ একাধিক নেতা-নেত্রী৷ কর্মসূচি শেষ হওয়ায় আগে সকলে একসঙ্গে স্লোগান দিতে থাকেন। সেই সময় হঠাৎ স্লোগান ওঠে ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’। সেই স্লোগানে গলা মেলাতেও দেখা যায় মঞ্চে উপস্থিত সকলকে।
ঘটনাপ্রসঙ্গে মন্ত্রী কিংবা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ (এ) ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান, সেদিন আমরা স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করছিলাম৷ স্লোগান দিচ্ছিলেন মন্ত্রী তজমুল হোসেনের ছায়াসঙ্গী তথা দলের জেলা কমিটির সম্পাদক শেখ মংলুদ্দিন৷ স্লোগানে তিনি হঠাৎ বলে ওঠেন, মমতা ব্যানার্জির ফাঁসি চাই৷ আসলে তিনি বলতে গিয়েছিলেন, মমতা ব্যানার্জিও দোষীদের ফাঁসি চান৷ এটা স্লিপ অফ টাং৷ তবে বিষয়টি নিয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários