১২ দিনের মাথায় ফের খুন তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ অঞ্চল সভাপতিও
দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় আবার খুন তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতিও। মাথায় হাঁসুয়ার কোপ পড়েছে অঞ্চল সভাপতির ভাই তথা পঞ্চায়েত সদস্যেরও। দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনাতেও সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
নিহত তৃণমূল নেতার নাম আতাউল শেখ ওরফে হাসা (৪৫)৷ গুলিবিদ্ধ হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ (৫৩)৷ মাথা ফাটা নিয়ে মালদা মেডিকেলে চিকিৎসাধীন এসারুদ্দিন শেখও৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সদ্য নির্মিত রাস্তার উদ্বোধন করতে মঙ্গলবার সকালে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর গ্রামের মোমিনপাড়ায় যান বকুল শেখ৷ সঙ্গে ছিলেন ভাই এসারুদ্দিন এবং তৃণমূল কর্মী আতাউল ওরফে হাসা৷ অভিযোগ, সেই সময় জাকির শেখের উপস্থিতিতে ২০-২৫ জন বকুল শেখদের ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ হন বকুল। ইট দিয়ে মেরে মাথা থেঁতলে খুন করা হয় আতাউল শেখকে। এসারুদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় এখনও পুলিশি টহল চলছে।
বকুলের ভাই তথা প্রাক্তন প্রধান ও তৃণমূল সংখ্যালঘু সেলের মালদা জেলা সহসভাপতি মহম্মদ আজমল জানান, ‘রাস্তার উদ্বোধন করতে দাদা সেখানে যায়৷ ফেরার সময় ২০-২৫ জন জাকির অনুগামী দুষ্কৃতী পিছন থেকে ওদের উপর হামলা চালায়। জাকির আর তার ছেলেও ঘটনাস্থলে ছিল৷ জাকিররা মাস দেড়েক আগে তৃণমূলে যোগ দিয়েছে৷ ওদের প্রশ্রয় দিচ্ছে দলের ব্লক সভাপতি সারিউল৷ বকুলকে সরিয়ে জাকির অঞ্চল সভাপতি হতে চায়৷ সেকারণেই এই প্রাণঘাতী হামলা।
জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছে আতাউল শেখ ওরফে হাসা৷ গুলিবিদ্ধ হয়েছেন আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ। তাঁর ভাই তথা পঞ্চায়েত সদস্য এসারুদ্দিনও মাথায় চোট পেয়েছেন। মালদা মেডিকেলে দু’জনের চিকিৎসা চলছে৷ এই ঘটনায় অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে জড়িত এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। কেউ যদি শাসকদলের দলে নাম লেখানোর কথা বলে এসব কাজ করে তবে দল বা প্রশাসন তাদের ছেড়ে কথা বলবে না৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments