তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ বিজেপির দিকে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 21, 2019
- 1 min read
Updated: Oct 15, 2020
তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। বৈষ্ণবনগরের চকবাহাদুরপুর গ্রামে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দ্বিজেন মণ্ডল (৩২)৷ এলাকায় তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, নির্বাচনের পর থেকে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল৷ অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী দীপক রজকের জমির পাশে জমি কেনেন দ্বিজেনবাবু৷ সেই জমি মাটি কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিজেনবাবু। কিন্তু দীপক রজক নিজের জমির পাশে মাটি কাটতে দেবে না সাফ জানিয়ে দিয়েছিল দ্বিজেনবাবুকে। গতকাল রাতে নিজের জমি থেকে মাটি কাটতে গেলে দ্বিজেনবাবুকে বাধা দেয় দীপক রজক সহ ৫ জন বিজেপি কর্মী৷ প্রতিবাদ করতে গেলে দ্বিজেনবাবুকে ইট ও লোহার রড দিয়ে মারধর করে তারা৷ চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় দ্বিজেনবাবুকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন স্থানীয়রা৷ পরে চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। এই ঘটনায় দ্বিজেনবাবুর পরিবারের লোকজন বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comentários