top of page

ভাড়া চাওয়ায় বাস চালককে মারধর, অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা

বাস ভাড়া চাওয়ায় বাসকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করে অবিলম্বে তৃণমূল ছাত্র নেতার গ্রেফতারের দাবিতে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ।


আগামীকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় সভা করতে আসছেন। তৃণমূল সুপ্রিমোর সভার আগে সোমবার মালদা শহরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, সেই মিছিলে যোগ দিতে যান হরিশ্চন্দ্রপুরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ। ছাত্র কর্মীদের এক জায়গা থেকে নিয়ে যাওয়ার কথায় একটি বাস ভাড়া করেন বিমান। কিন্তু পরে বিভিন্ন স্থান থেকে কর্মীদের তোলার জন্য চাপ দেওয়া হয়। পরে ভাড়া চাইতে গেলে বাসের চাবি কেড়ে নিয়ে চালককে মারধর করে বলে অভিযোগ। আজ ওই ছাত্র নেতার বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।



এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বিজেপি জেলা সম্পাদক দীপঙ্কর রাম। তিনি বলেন, এধরনের ঘটনায় পুলিশকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page