স্বাধীনতা দিবসের প্রচারের প্ল্যাকার্ডে টিএমসিপির পোস্টার, বিতর্ক
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি সেই বার্তা প্ল্যাকার্ডের মাধ্যমে শহরবাসীর কাছে তুলে ধরেছিলেন। সেই প্ল্যাকার্ডে টিএমসিপির পোস্টার সাঁটার অভিযোগে বিতর্ক শুরু হয়েছে।
বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ জানান, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির মহোৎসবে সামিল হওয়ার জন্য মালদা শহরে কিছু প্ল্যাকার্ড লাগানো হয়। তৃণমূলের ছাত্র সংগঠন সেই প্ল্যাকার্ডের উপর ইডি-সিবিআই সম্পর্কিত পোস্টার সেঁটে দেয়। ওই পোস্টারে রাজনৈতিক কোনও শব্দ ছিল না। শুধুমাত্র স্বাধীনতা দিবস উদযাপনের কথা ছিল। সেই প্ল্যাকার্ডে পোস্টার সাঁটা এক ধরনের রাষ্ট্র বিরোধিতা। তৃণমূল ছাত্রদের ভুল বুঝিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করাচ্ছে। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানান, এটা ভিত্তিহীন অভিযোগ। বিজেপির লোকজন নিজেরা ওই পোস্টার সেঁটে প্রচারের আলোয় আসতে চাইছে।
[ আরও খবরঃ স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল শিশু ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments