স্টেশনে অবাঞ্ছিত ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের তিনগুণ দাম
করোনাভাইরাস আতঙ্কে সারাদেশ যখন সন্ত্রস্ত, সেই সময় স্টেশনে অবাঞ্ছিত ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ১০ টাকার পরিবর্তে ৩০ টাকা করল পূর্ব রেলের মালদা ডিভিশন। উল্লেখ্য, রেলমন্ত্রকের নির্দেশ অনুসারে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি করার কথা বলা হয়েছে।
যতীন্দ্র কুমার, পূর্ব রেলের মালদা ডিভিশনাল ম্যানেজার
মালদা ডিভিশনের অন্তর্গত মালদা টাউন, সাহেবগঞ্জ, জামালপুর ও ভাগলপুর স্টেশনের ক্ষেত্রে প্লাটফর্ম টিকিট ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা পর্যন্ত করা হচ্ছে। বুধবার মাঝরাত থেকে এই নিয়ম চালু হচ্ছে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বর্ধিত ভাড়া বলবৎ থাকবে বলে জানিয়েছেন ডিভিশনাল ম্যানেজার। এ প্রসঙ্গে জানা গেছে, মালদা টাউন স্টেশনে সেভাবে প্ল্যাটফর্ম টিকিটের পরীক্ষা করা হয় না ফলে একজন যাত্রীপিছু অনেক আত্মীয় ও নিকটবন্ধুরা প্লাটফর্মে প্রবেশ করেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অহেতুক ভিড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। তাই এই ব্যবস্থা সাময়িকভাবে চালু করা হচ্ছে।
Kommentare