করোনা সংক্রমণে জেলায় এক নম্বরে ইংরেজবাজার
জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ২৮০২। গতকাল সন্ধ্যায় রাজ্য সরকারের কোভিড-১৯ হেলথ বুলেটিনে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এরপর রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে মালদায় সংক্রমিত হয়েছেন ৭৭ জন। নতুন করে সংক্রমিতদের মধ্যে গাজোলের ২২ জন সংক্রমিত হয়েছেন, চাঁচলে সংক্রমিত হয়েছেন ১৪ জন, হরিশ্চন্দ্রপুরে ১৩ জন, মালদা শহরে ১০ জন৷ এছাড়াও জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকজন করে সংক্রমিত হয়েছেন।
[ আরও খবরঃ সংক্রমণ রুখতে সাতদিন বাজার বন্ধের সিদ্ধান্ত গাজোলে ]
তবে দিনের পর দিন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে মালদা শহরে। স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী ইংরেজবাজারে মোট সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। এখনও পর্যন্ত মালদা শহরে সংক্রমিতের সংখ্যা ৬৩৯। ইংরেজবাজারের গ্রামাঞ্চলে সংক্রমিত হয়েছেন ২২১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লালারসের নমুনা পরীক্ষার উপরেই জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ আজ মালদা শহরের বেশকিছু এলাকায় লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
টপিকঃ #CoronaVirus
Comments