Search
টোটোর ব্যাটারি বিস্ফোরণে মৃত চালক, নতুন আতঙ্ক শহরে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 1, 2020
- 1 min read
Updated: Aug 7, 2020
টোটো বিস্ফোরণে মৃত্যু হল টোটোচালকের। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঘোড়াপীড় সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি।
আজ দুপুরে মালদা শহরের ঘোড়াপীড় এলাকায় একটি টোটো বিস্ফোরণ হয়। খণ্ড খণ্ড হয়ে যায় টোটোচালকের দেহ। রাস্তার পাশে ঝুলে থাকতে দেখা যায় টোটোচালকের হাত। গাড়ি থেকে বেশ খানিকটা দূরে ছিটকে যায় চালকের মাথা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই টোটোতে কোনও বিস্ফোরক জাতীয় পদার্থ ছিল।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টোটোর ব্যাটারি বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ কুমির আতঙ্ক বৈরগাছিতে, বনদপ্তর জানাল ঘড়িয়াল ]
টপিকঃ #টোটোবিস্ফোরণ
Comments