Search
১০ লক্ষ টাকার ব্রাউন শুগার সহ পাচারকারী গ্রেফতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 10, 2020
- 1 min read
Updated: Sep 24, 2020
৫৩০ গ্রাম ব্রাউন শুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মধুঘাট এলাকায় হানা দেয়। তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৩০ গ্রাম ব্রাউন শুগার। উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় পীযূষ মণ্ডল (২৭) ও প্রেমকুমার মণ্ডল (৪১) নামে দুই ব্যক্তিকে। পীযূষ মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা। প্রেমকুমারের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ সুইসাইড নোট লিখে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী ]
টপিকঃ #ব্রাউনশুগার
Комментарии