সিগন্যাল লাল হওয়ার পর রথবাড়িতে দড়ি টানার নিয়ম চালু
মালদা শহরে যানজট রুখতে এবার দড়ির ওপর ভরসা জেলা ট্রাফিক পুলিশের। এখন থেকে রথবাড়ি এলাকায় কর্মরত ট্রাফিক কর্মী ও সিভিক ভলান্টিয়াররা ট্রাফিক সিগন্যালে দড়ি ধরে দাঁড়াবে। যার ফলে সিগন্যাল না থাকলে কেউ রাস্তায় চলে আসতে পারবে না।
শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও এখানে নিত্যদিন হাত দেখিয়ে গাড়ি থামিয়ে রাস্তা পার হতে দেখা যায় অনেককে। সিগন্যালের তোয়াক্কা না করে এই পথ আটকানোয় বাড়ে যানজট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। অবশেষে পথ নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশের এই নতুন সিদ্ধান্ত।
জেলা ট্রাফিক ওসি বিটুল পাল জানান, পুলিশসুপারের নির্দেশ অনুযায়ী রথবাড়ি এলাকা যানজট মুক্ত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ট্রাফিক কর্মী ও সিভিক ভলান্টিয়াররা সিগন্যালে দড়ি ধরে থাকবেন। যাতে সিগন্যাল ছাড়া কেউ অন্য রাস্তায় প্রবেশ না করতে পারেন। সিগন্যাল ছাড়া রাস্তায় যানবাহন প্রবেশ না করলে ওই এলাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে।
[ আরও খবরঃ শিলান্যাস করে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments