top of page

ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকল ট্রেন

রেলইঞ্জিন বিকল হয়ে ঘণ্টা দেড়েক বন্ধ থাকল যাত্রী পরিসেবা। ঘটনাকে কেন্দ্র করে মালদা কোর্ট স্টেশনে উত্তেজনা ছড়ায়। ফের একবার যাত্রী পরিসেবা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ।



শুক্রবার সকালে মালদা-কাটিহার ডিএমইউ পাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে মালদা কোর্ট স্টেশনে। পরে অন্য একটি ইঞ্জিন এলে ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওয়ানা হয়। যাত্রীদের অভিযোগ, এই ট্রেনে স্কুল, কলেজ, অফিসে যাওয়ার যাত্রী অনেক থাকে। কিন্তু প্রায় প্রতিনিয়ত এই ধরণের ঘটনা ঘটতে থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এনিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ফল মেলেনি। আজ সকালেও মালদা-কাটিহার ডিএমইউ পাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘণ্টা দেড়েক পরে অন্য ইঞ্জিন এসে পরিসেবা স্বাভাবিক হয়। যদিও এপ্রসঙ্গে স্টেশন ম্যানেজারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page