top of page

অগ্নিকাণ্ড থেকে বাঁচতে প্রশিক্ষণ মেডিকেল কলেজে

অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতীম মুখোপাধ্যায়, মালদা জেলা দমকল আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল সহ দমকলের অন্যান্য কর্মীরা।


এই প্রশিক্ষণ শিবিরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ করান মালদা জেলা দমকল আধিকারিকেরা। এর আগে বেশ কয়েকবার মালদা মেডিকেলে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। কীভাবে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। প্রতিমাসে এধরণের শিবিরের আয়োজন করা হবে বলে জানান দমকল আধিকারিক।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page