ধোঁয়ায় ভরল ট্রেজারি বিল্ডিং, আতঙ্কে ছাদে কর্মীরা
জেলা প্রশাসনিকভবনের ট্রেজারি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আতঙ্কে বহু কর্মী ছাদে চলে যান। অবশেষে ইমারজেন্সি এগজিট ও মই ব্যবহার করে উদ্ধার কাজ চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। ঘটনার হতাহতের কোনো খবর নেই। প্রাথমিকভাবে অনুমান শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।
শুক্রবার বেলা সাড়ে তিনটা নাগাদ হঠাৎই মালদা জেলা প্রশাসনিক ভবনের ট্রেজারি বিল্ডিংয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া বিল্ডিংয়ের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়তেই আতঙ্ক দেখা যায় কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত জেলাশাসকও। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে অনেকেই বিল্ডিংয়ের ছাদে উঠে পড়েন। ইমারজেন্সি এগজিট ও মই ব্যবহার করে উদ্ধার করা হয় ওই বিল্ডিংয়ের কর্মীদের।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments