top of page

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃক্ষরোপন ও চারা গাছ বিলি

উষ্ণায়নের প্রভাব মুক্ত করতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাছের চারা বিলি ও ক্যাম্পাসে বৃক্ষরোপন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন। অনুষ্ঠান শেষে পড়ুয়াদের সঙ্গে অধ্যাপকরাও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাছ লাগান। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বলেন, বিশ্বের উষ্ণায়নের প্রভাব থেকে আমাদের রক্ষা করতে পারে গাছ। বাংলা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাছের চারা বিলি ও বৃক্ষরোপণ করে নজির সৃষ্টি করল।


Bengali Department, University of Gour Banga

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page