top of page

ত্রিকোণ প্রেমের ঘটনায় বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টা

Updated: Mar 28, 2023

বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।


ত্রিকোণ প্রেমের ঘটনায় বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টা
ফাঁকা মাঠে একা পেয়ে হাঁসুয়া দিয়ে হামলা চালায়

আহতের নাম জনি শেখ (২৪)। বাড়ি জালুয়াবাথাল গ্রামে। জানা গেছে, জনির বন্ধু সেলিম শেখের সঙ্গে স্থানীয় এক কিশোরীর প্রেমের সম্পর্ক ভেঙে যায়। ওই কিশোরী পরে জনির সঙ্গে মেলামেশা করতে থাকে। এনিয়ে দুই বন্ধুর মধ্যে সন্দেহ এবং বিবাদ তৈরি হয়। অভিযোগ, গতকাল রাতে জলসা দেখে ফেরার সময় ফাঁকা মাঠে একা পেয়ে হাঁসুয়া দিয়ে জনির উপর হামলা চালায় সেলিম। গ্রামবাসীরা জনিরা উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় কালিয়াচক থানায় সেলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে জনির পরিজনেরা। ঘটনার পর থেকেই পলাতক সেলিম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


জনি এক আত্মীয় জানান, সেলিমর সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে ওই কিশোরী জনির সঙ্গে মেলামেশা করতে থাকে। সেকথা জানতে পেরেই সেলিম হাঁসুয়া নিয়ে জনিকে হামলা চালায়।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


প্রতীকী ছবি।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page