Search
দশে মালদায় মমতা, সভাস্থলের খোঁজ চলছে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 5, 2021
- 1 min read
আগামী ১০ ফেব্রুয়ারি মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে আজ একটি দলীয় বৈঠক করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সভাস্থল এখনও ঠিক করা হয়নি।
জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর জানান, আগামী ১০ তারিখে দুপুর তিনটেয় তৃণমূল সুপ্রিমো একটি জনসভা করবেন। তবে ওনার জনসভা কোথায় হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাও আমরা ইংরেজবাজারের দুটি জায়গা দেখেছি। তৃণমূল সুপ্রিমোর জনসভাকে সামনে রেখে আজ টাউন হলে দলীয় বৈঠক করা হয়েছে।
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতির নাড্ডাজির মালদা আসার প্রসঙ্গে তিনি জানান, ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এসে রাজনীতি করছে। তারা কৃষকদের সাথে যে অন্যায় করছে তা কৃষকরা ভালো চোখে দেখছে না। আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments