প্রার্থী বদলের দাবিতে স্টেশন রোডে বিক্ষোভ তৃণমূলের, তীব্র যানজট
হবিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে জেলা তৃণমূল কার্যালয়ের সামনে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ কর্মীদের। যদিও ঘটনাপ্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, হবিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে সরলা মুর্মুর নাম ঘোষণা করা হয়। কিন্তু সরলা মুর্মুর দলত্যাগের আভাস পেয়েই তড়িঘড়ি তাঁর পরিবর্তে প্রদীপ বাস্কেকে ওই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। পরে সরলা মুর্মু বিজেপিতে যোগদান করেন। আজ ওই কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে জেলা তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। তাঁদের দাবি প্রদীপ বাস্কের পরিবর্তে ওই এলাকায় চুনিয়া মুর্মুকে প্রার্থী করতে হবে। যদিও ঘটনাপ্রসঙ্গে জেলা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, জেলা তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায়।
[ আরও খবরঃ প্রার্থী নাপসন্দ! গাজোলে নির্বাচনি কার্যালয়ে তাণ্ডব ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires