পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের
চাঁচল মহকুমা পরিবহন দফতরের আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার চাঁচল মহকুমাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর মহকুমা পরিবহন দফতরের আধিকারিক সুভাষ বর্মনের সাথে আলোচনায় বসেন তাঁরা।
টোটো চালকদের অভিযোগ, পরিবহন দপ্তরের আধিকারিকেরা গরিব টোটো চালকদের টোটো আটক করে নিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করছেন। কেন এই জরিমানা করা হচ্ছে? টোটো চালকদের রেজিস্ট্রেশন করে দেওয়া হোক। টোটোচালকদের বিক্ষোভে পাশে দাঁড়িয়েছে চাঁচল ১ ব্লকের তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন।
সংগঠনের সভাপতি দেবব্রত সিংহ বলেন, উচ্চ শিক্ষিত ছেলেরাও পেটের দায়ে টোটো চালাচ্ছেন। তাঁদেরকে আটক করে মোটা অঙ্কের জরিমানা করেছেন পরিবহন আধিকারিক। শুধু তাই নয় যে জরিমানা করা হচ্ছে তাতে ব্যাপক হারে দুর্নীতি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করে আটক করা টোটোগুলিকে ছাড়তে হবে।
চাঁচল মহকুমা পরিবহন দপ্তরের আধিকারিক সুভাষ বর্মন জানান, সরকারি নিয়ম মেনে এই জরিমানা করা হচ্ছে। তাঁদের কাছ থেকে যেমন ফাইন নেওয়া হচ্ছে তেমন ভাউচারও দেওয়া হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント