top of page

ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, আটক দুই

ডাইনি অপবাদ দিয়ে গৃহবধূকে মারধর সহ পুড়িয়ে মারার হুমকির অভিযোগ পুত্রবধূ সহ দুই মহিলার বিরুদ্ধে। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে দুই মহিলাকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে, ঘটনার খবর পেয়ে ওই গ্রামের গিয়ে সচেতনতা শিবির করার কথা জানিয়েছে বিজ্ঞানমঞ্চ।


ঘটনাটি ইংরেজবাজারের জহুরাতলা এলাকার। দীর্ঘ সময় ধরে ওই এলাকায় বসবাস করেন সহেলি মুর্মু (নাম পরিবর্তিত)। স্বামী পক্ষাঘাতে আক্রান্ত। কোনোমতে তিনি চালকের কাজ করেন। তাঁদের চার ছেলে দুই মেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭-৮ বছর আগে শারীরিক অসুস্থতা থেকে একে একে দুই ছেলের মৃত্যু হয়। বছর তিনেক আগে পক্ষাঘাতে আক্রান্ত হন ওই গৃহবধূর স্বামীও। পরে টিবিতে আক্রান্ত হন তাঁদের এক মেয়েও। এরপরেই সহেলিদেবীকে ডাইনি অপবাদ দিতে শুরু করে তাঁর পুত্রবধূ।


গৃহবধূর স্বামী জানান, অসুস্থ হয়ে দুই ছেলের মৃত্যু হয়েছে। অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে পারিনি। আমি নিজে পক্ষাঘাতে আক্রান্ত। কোনোমতে সপ্তাহে দু-তিন দিন ছোটোখাটো চালকের কাজ করি। মেয়েও টিবিতে আক্রান্ত। ছেলে ও বউমা আলাদা খাওয়া দাওয়া করে। কিছুদিন ধরে বউমা আমার স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেছে। ছেলের শাশুড়িও বউমাকে মদত দিত। গত সোমবার পুত্রবধূ আমার স্ত্রীকে বাঁশ নিয়ে মারতে এসেছিল। ডাইনি অপবাদ দিয়ে আমার স্ত্রীকে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছিল। এনিয়ে আমার স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছে।



ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ দুই মহিলাকে আটক করেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পারলাম। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারিক বিবাদ থেকে অনেক সময় এধরণের অপবাদ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে আবার নির্যাতিতা নিজেও অভিযোগ করার সময় ডাইনি লিখে অভিযোগের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে থাকে। এনিয়ে বিজ্ঞান মঞ্চ অনেক কাজ করেছে। তার ফলও মিলেছে। এধরণের ঘটনা এই যুগে ঘটে না বললেই চলে। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page