৩০৫ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার, পাকড়াও দুই
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 8, 2020
- 1 min read
Updated: Sep 28, 2020
৩০৫ গ্রাম ব্রাউন শুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ চারদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজার পুলিশ মধুঘাট এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে ওই দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার করা হয় ৩০৫ গ্রাম ব্রাউন শুগার। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। ধৃতদের নাম বাবর শেখ (২১) ও রুবেল শেখ। দু’জনেই কালিয়াচকের মোজমপুরের বাসিন্দা।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতকাল তথ্যের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মধুঘাট এলাকায় হানা দিয়ে ৩০৫ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করেছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছি কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments