top of page

মাদক কিনতে ব্যবহার হচ্ছে জালনোট

Updated: Nov 21, 2020

২০ লক্ষ টাকার জালনোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। শুক্রবার দুপুরে কালিয়াচকের সুজাপুর এলাকায় হানা দিয়ে ধৃতদের গ্রেফতার করা হয়। আগামীকাল ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।



গোপনসুত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ হানা দেয় কালিয়াচকের সুজাপুর এলাকায়। সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতরা হল সালিম মিঞা (২২) ও সাকিম মিঞা (৩২)। ধৃতদের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির শ্মশানি এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে এই জালনোটগুলি ভারতে এসেছে। এই জালনোটের বিনিময়ে মাদক কারবারিরা বাংলাদেশে মাদক পাচারের ছক কষেছিল।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page