সীমান্তে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার দুই বাংলাদেশি
১০০ বোতল ফেনসিডিল সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ। সোমবার ধৃতদের ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ইংরেজবাজারের পিয়াসবাড়ি বিওপিতে কর্তব্যরত বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ১০০ বোতল ফেনসিডিল সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতদের নাম সাইদুল (২২) ও মোহম্মদ বিশারদ (৩০)। ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ মেয়েদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করলেন মেয়েরাই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários