top of page

নিহত শ্রমিকদের পাশে ফিরহাদ, ক্ষতিপূরণ হাতে কান্নায় ভাঙল পরিবার

মুখ্যমন্ত্রীর নির্দেশে কাশী বিশ্বনাথ মন্দির সংস্কারের কাজে জড়িত দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে আজ মালদায় এলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ রাজ্য সরকারের তরফে তিনি নিহতদের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন৷ আহতদের প্রত্যেকের হাতে তুলে দেন ৫০ হাজার টাকার চেক৷ প্রধানমন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে এমন দুর্ঘটনা নিয়ে তিনি যোগী সরকারকে কটাক্ষও করেন৷

উল্লেখ্য, গতকাল ভোরে কাশীর বিশ্বনাথ মন্দির সংলগ্ন বহু পুরোনো একটি বাড়ি ধসে মৃত্যু হয় মালদার দুই শ্রমিকের৷ দু’জনেই কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা৷ আহত হন আরও ছ’জন৷ তাঁদের সেখানকার একটি হাসপাতালে ভরতি করা হয়৷ এই খবর পেয়ে তৎপরতা শুরু হয় প্রশাসনের৷ রাজ্য সরকারের নির্দেশে গতকালই মৃত ও আহতদের তথ্য নেন কালিয়াচক ১ ব্লকের বিডিও৷ রাজ্যের তরফেও দুটি মৃতদেহ ও আহত ছ’জনকে জেলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়৷ শেষ পর্যন্ত আজ ভোরে মরদেহ দু’টির সঙ্গে আহতরাও ঘরে ফিরে এসেছেন৷ সকালে মৃতদেহ দু’টি কবরস্থ করা হয়৷



দুপুরে হেলিকপ্টারে ফরাক্কায় নেমে শেরশাহী গ্রামে পৌঁছোন ফিরহাদ হাকিম৷ সেখানে একটি মাদ্রাসা প্রাঙ্গণে মৃতদের পরিজন সহ আহতদের উপস্থিত করা হয়েছিল৷ মন্ত্রী মৃতের স্ত্রীদের হাতে দু’লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন৷ তিনি জানান, ‘আহতদের এখানেই চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে৷ বেনারসে আর কেউ আহত রয়েছেন কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে৷ তবে প্রধানমন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে এমন দুর্ঘটনা ভাবা যাচ্ছে না৷ ওই রাজ্যের সরকার যে মৃতদের দুটি গঙ্গায় না ভাসিয়ে বাড়িতে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ৷’




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Коментарі


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page